কিংস ইলেভেন পঞ্জাবের রানের গতিকে হেলায় পেরিয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। হাসিম আমলার সেঞ্চুরিতে ২০ ওভারে ১৯৮ রান তোলে কিংস ইলেভেন পঞ্জাব। তার জবাবে আজ মাত্র ১৫.৩ ওভারে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স।
২৭ বল বাকি থাকতে আট উইকেটে জিতে গেল মুম্বই ইন্ডিয়ান্স। টিমের দুই ওপেনার পার্থিব প্যাটেল ও জোস বাটলারের ঝোড়ো ইনিংসে অল্প সময়েই স্কোরবোর্ডে যোগ হল বিশাল রান।
তিন নম্বরে নেমে নীতীশ রানা ফের হাফ সেঞ্চুরি করলেন। তাঁর ৩৪ বলে ৬২ রানের ইনিংসে ম্যাচ জিতল মুম্বই।
ইন্দোরে আজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ছোট্ট পরিবর্তন করে পঞ্জাব।
ডেভিড মিলারের পরিবর্তে টিমে আসেন শন মার্শ। হাসিম আমলার সঙ্গে ওপেন করতে নামেন মার্শ। তবে খুব বেশিক্ষণ ক্রিজ়ে দাঁড়াতে পারেননি। ২১ বলে ২৬ রান করে আউট হয়ে যান মিশেল ম্যাকক্লেঘানের ডেলিভারিতে।
তিন নম্বরে নেমে ১৫ বলে ১১ রান করে ফেরেন টিমের উইকেটকিপার ঋদ্ধিমান সাহাও। ঋদ্ধি আউট হওয়ার পরে আমলাকে সঙ্গে দিতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল।চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তবে ম্যাক্সওয়েল ক্রিজ়ে থাকাকালীন অন্য দিক থেকে আক্রমণ জোরদার করেন আমলাও। ম্যাক্সওয়েলের সঙ্গে তৃতীয় উইকেটে ৮৩ রানের পার্টনারশিপ তৈরি করেন আমলা।
জবাবে ব্যাট করতে নেমে পালটা আক্রমণ শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স। টিমের দুই ওপেনার পার্থিব প্যাটেল ও জোস বাটলার আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন। ২০৫.৫৫ স্ট্রাইক রেট নিয়ে ১৮ বলে ৩৭ রান করেন পার্থিব।
এদিকে ৩৭ বলে ৭৭ রানের ইনিংস খেলে জয়ের পথ সহজ করে দেন বাটলার। স্ট্রাইক রেট ২০৮.১০। ৩৪ বলে ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন নীতীশ রানা। IPL-এ পরপর চার ম্যাচে তিন নম্বরে নেমে হাফ সেঞ্চুরি করলেন তিনি। আজ জয়ের পর পয়েন্ট টেবলে ফের এক নম্বরে পৌঁছে গেল মুম্বই।