গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নয়। তিনি যুগউপযোগী দীর্ঘমেয়াদী সঠিক সিদ্ধান্ত নিয়ে বরং তিনি বিশ্বময় সফল বিশ্বনেতা।
১১ এপ্রিল মঙ্গলবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে এক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোনায়েম হোসেন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধু কন্যা বিশ্বরতœ বিশ্বনেত্রী শেখ হাসিনা বিশ্বের ১০ নেতার মধ্যে অন্যতম। তিনি আরো বলেন, ২০১৮ সালের আগেই গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার প্রতিটি বাড়ি বিদ্যুৎ সংযোগ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম শহীদ রঞ্জু, আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা দুদু, আব্দুর রশিদ সরকার বাবু,মফিজল হক সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু।