সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ খুব শীঘ্রই সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে খ্যাত সুন্দরগঞ্জ উপজেলাকে শান্তির আবাসে পরিণত করা হবে। দোষ করে মক্রে, জেল খাটে ফকরে। সুন্দরগঞ্জের প্রয়াত সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে খুন করল কর্ণেল কাদের খান। আর জেল খাটতে হচ্ছে নিদোষ অসহায় কিছু সংখ্যক লোককে। এনিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সুনরগঞ্জকে সন্ত্রাসী এলাকা হিসেবে চিহ্নিত করেছে। বামনডাঙ্গা পুলিশের আইজিপি সুন্দরগঞ্জকে সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে আখ্যা দিয়েছে। আমি এই অসুন্দর সুন্দরগঞ্জকে সুন্দর এবং সুন্দর সুন্দরগঞ্জ এবং শান্তির আবাসে পরিণত করতে চাই। সুন্দরগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের নব-গঠিত কমিটির পরিচিতি ও ঐতিহাসিক মুজিব নগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত এমপি ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ উপরিক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন-অচিরেই সর্ব দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে আলোচনা সভার মাধ্যমে সুন্দরগঞ্জকে সন্ত্রাস মুক্ত এলাকা ঘোষণা করা হবে। গতকাল বঙ্গবন্ধু মূর্যাল চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে স্বেচ্ছাসেবকলীগের উপজেলা আহবায়ক এস.এম আশিকুজ্জামান তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন- গাইবান্ধা জেলার স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক-গোলাম মোস্তফা রঞ্জু। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের সাবেক সভাপতি-টিআইএম মকবুল হোসেন প্রামাণিক, পৌর আ’লীগ সভাপতি-আহ্সানুল করিম চাঁদ, সহ-সভাপতি-মাসুদ-উল ইসলাম চঞ্চল, সাধারণ সম্পাদক-জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও দহবন্দ ইউপি চেয়ারম্যান-গোলাম কবির মুকুল, যুবলীগ সাধারণ সম্পাদক ও ভালবাসি সুন্দরগঞ্জের প্রতিষ্ঠাতা রেজাউল আলম রেজা, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জামিউল আনছারি লিংকন, প্রভাষক আব্দুল্লাহ্ আল-মেহেদী রাসেল, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক-মোক্তাদুল ইসলাম, প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লব, স্বেচ্ছাসেবকলীগ সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার বিকাশ, উদয় নারায়ন প্রমূখ।