গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া বলেছেন, শেখ হাসিনা যে স্বপ্ন দেখেন, দেশের জনগনের জন্য তা বাস্তবায়ন করেন। মধ্যে আয়ের দেশ হিসাবে বিশ্বে মাথা উচু করে দাড়াতে শেখ হাসিনা সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। রোববার সন্ধায় গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী সালাফিয়া ও হাফেজিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় আ’লীগ আয়োজিত আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আ’লীগ নেতা মাহফুজুর রহমান মাফুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম বকুল, নাজমুল হুদা দুদু, আব্দুল হামিদ সরকার বাবু, সাখাওয়াত হোসেন, মাহবুবুর রহমান নিটল প্রমুখ। এসময় স্থানীয় রাজনৈতিক ও সমাজ সেবক মাহবুবুর রহমান নিটলের নেতৃত্বে বেশ কিছু নেতা কর্মী আ’লীগে যোগদান করেন। এর পূর্বে ডেপুটি ষ্পিকার বারকোনা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ।