অপু বিশ্বাস কাঁদছেন— এটা ছবির দৃশ্যে মানায়, বাস্তবে নয়। কিন্তু টিভি অনুষ্ঠানে কাঁদছেন অপু এটা মানতে পারবেন না তার ভক্তরা। কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, ’১০ মাস অনেক কষ্ট করেছি আমি…’ এই বলে কেঁদে দিলেন তিনি।
২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। শাকিবের বাসায়ই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিলো। দুই পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
নিউজ ২৪-এর লাইভে অপু বলেন, ‘শাকিবকে বিয়ে করে নিজের নাম পাল্টে রেখেছিলেন অপু ইসলাম খান।
অপু বলেন, ‘শাকিব আর আমার বাচ্চা আছে। আমি চাইছি ও আমার পাশে থাক…’।