মালাগার বিপক্ষে শনিবার লা লিগায় ২-০ গোলের হতাশাজনক পরাজয়ের ম্যাচে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গিয়েছিলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার। ম্যাচের ৬৫ মিনিটে মালাগা মিডফিল্ডার দিয়েগো লোরেন্তেকে বাজে ভাবে ফাউলের অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড থেকে মাঠ ত্যাগে বাধ্য হন ২৪ বছর বয়সী নেইমার।
ঐ সময় সান্দ্রো রামিরেজের গোলে বার্সেলোনা ১-০ গোলে পিছিয়ে ছিল। ম্যাচের শেষ মিনিটে জনি ব্যবধান দ্বিগুন করলে ২-০ গোলে জয়ী হয়েই মাঠ ছাড়ে স্বাগতিক মালাগা। লোরেন্তেকে যেভাবে নেইমার ফাউল করেছে তাতে এক পর্যায়ে মনে হয়েছিল রেফারী গিল মানজানো সরাসরি লাল কার্ড প্রদর্শন করবেন। সেটা হলে আগামী ২৩ এপ্রিল সানতিয়াগো বার্নাব্যুতে মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোতে খেলতে পারতেন না নেইমার। তবে দ্বিতীয় হলুদ কার্ডের কারনে নেইমার মাঠ ত্যাগ করেন। কিন্তু মাঠ ত্যাগের সময় চতুর্থ রেফারীর দিকে তাকিয়ে নেইমার হাততালি দিয়েছেন। যে কারনে তাকে লাল কার্ড প্রদর্শন করা হয়। এর ফলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পরবর্তী ম্যাচের পাশাপাশি রিয়ালের বিপক্ষে ম্যাচ নিয়েও এখন নেইমারের সামনে শঙ্কা দিয়েছে।
ম্যাচ শেষে দুটি হলুদ কার্ডের রিপোর্টে বলা হয়েছে, ‘মাঠ ত্যাগের সময় সে যখন ড্রেসিং রুমের দিকে যাচ্ছিল ঐ সময় চতুর্থ রেফারীর দিকে তাকিয়ে হাততালি দিয়েছেন।’
দ্বিতীয় হলুদ কার্ডের কারনে নেইমার নিয়মানুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ হতেন। এর ফলে এল ক্ল্যাসিকো খেলা নিয়ে কোন সংশয় ছিল না। কিন্তু লা লিগার ডিসিপ্লিনারি কমিটি এখন কি সিদ্ধান্ত নেয় তার ওপরই নেইমারের এল ক্ল্যাসিকো ভাগ্য নির্ভর করছে।