বলিউডের চকলেটগার্ল রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রামায়ণ প্রণেতা ঋষি বাল্মীকিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় মুম্বাইতে মঙ্গলবার এই অভিনেত্রীকে গ্রেপ্তার করে লুধিয়ানা পুলিশ। খবর এনডিটিভির।
গত বছর এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান থেকে বাল্মীকিকে নিয়ে মন্তব্য করেন এই অভিনেত্রী। সেই মন্তব্য আপত্তিকর বলে লুধিয়ানা থানায় অভিযোগ করেন বাল্মীকি কমিউনিটির সদস্যরা। অভিযোগপত্রে বলা হয়, রাখি সাওয়ান্তের মন্তব্যের কারণে বাল্মীকি সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ওই অভিযোগের আদালতে উপস্থিত না হওয়ায় গত মার্চে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
প্রসঙ্গত, এই মামলায় সমন জারির পর গত ৯ মার্চ আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাখি সাওয়ান্তকে। কিন্তু, তিনি হাজিরা দেননি। মামলার পরবর্তী শুনানি ১০ এপ্রিল।