১১ এপ্রিল ‘রংবাজ’ নামে নতুন আরেকটি সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন শাকিব খান। কিন্তু এই সিনেমায় কে হচ্ছেন শাকিবের নায়িকা, তা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, পরিচালক নাকি এরই মধ্যে দেশ ও দেশের বাইরের চারজন নায়িকার সঙ্গে আলাপ–আলোচনা এগিয়েছেন। এঁরা হলেন বাংলাদেশের নুসরাত ফারিয়া ও বুবলি এবং ভারতের কলকাতার নুসরাত ও সায়ন্তিকা।
‘রংবাজ’ সিনেমায় শাকিবের বিপরীতে নায়িকা কে হচ্ছেন, তা জানতে অপেক্ষা করতে হবে আর দু-তিন দিন। কক্সবাজারে শুরু হবে এই সিনেমার শুটিং। তাই সিনেমার পরিচালক শামীম আহমেদ রনী এই মুহূর্তে কক্সবাজারে শেষবারের মতো লোকেশন দেখায় ব্যস্ত।
সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে রনী বলেন, ‘আগামী ঈদের জন্য আমার এই সিনেমা। কাজ-কর্ম সবকিছু এগিয়ে নিয়েছি; শুধু নায়িকা এখনো চূড়ান্ত করতে পারিনি। চারজনের সঙ্গেই আলাপ করেছি। নায়িকার ব্যাপারটি নিয়ে নায়ক শাকিব খানের সঙ্গেও কয়েক দফা কথাবার্তা হয়েছে। ফাইনালি তাঁর সম্মতি পেলে নায়িকা চূড়ান্ত করে ফেলব।’