ভারতজুড়ে ১০০০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এস এস রাজামৌলির ‘বাহুবলী, দ্য বিগিনিং’ এর হিন্দি ভার্সন। ২০১৫ সালে মুক্তি পায় ছবিটি। চলতি বছরের আগামী ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে বাহুবলী সিনেমার দ্বিতীয় ও শেষ পর্ব ‘বাহুবলী : দ্য কনক্লুশন’।
ছবিটি মুক্তির আগে তাই প্রথম পর্বটি পুনরায় রিলিজ করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান করণ জোহরের ধর্মা প্রোডাকশন।
অনলাইন ওয়ালেট পেটিএমে টিকিট কাটলে একটির সঙ্গে আরেকটি টিকিট মিলবে বিনামূল্যে।
করণ জোহর টুইট করেছেন, ১০০০-এরও বেশি স্ক্রিনে ভারতের সবচেয়ে বড় সিনেমা বাহুবলী ফের মুক্তি পেল। এটাই সবচেয়ে বড় রি-রিলিজ। আগামী ২৮ এপ্রিল বাহুবলীর শেষ পর্ব দেখতে ভুলবেন না।
২০০ কোটি টাকারও বেশি খরচে নির্মিত ‘বাহুবলী ২’ ইতিমধ্যেই স্যাটেলাইট ও ডিস্ট্রিবিউশন স্বত্ত্ব বিক্রি করে ৫০০ কোটি টাকা উপার্জন করে ফেলেছে। এই সিনেমায় রয়েছেন প্রভাস, রানা ডাগ্গুবতী, তামান্না ভাটিয়া, অানুশকা শেঠি, সত্যরাজসহ অনেকে।