এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার সর্বত্রই ইরি বোরো ধান ক্ষেত ব্লাষ্টার রোগে আক্রান্ত হয়ে পড়েছে। বিশেষ করে ব্রি-২৮ ধানে ব্যাপক আকার ধারণ করেছে।
বৈরী আবহাওয়া, ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি, দিনে তুলনামূলক তাপমাত্রা কম রাতে তাপ মাত্রা বেশি, ত্রুটিযুক্ত বীজের কারণে ব্লাষ্টার রোগে আক্রান্ত হয় ধান ক্ষেত। ১৫ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ো হাওয়া, অবিরাম বর্ষণ এবং তাপমাত্রা কম-বেশি হওয়ার কারণে উপজেলার সর্বত্রই ব্লাষ্টার রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ইরি বোরো মৌসুমের শেষ সময়ে এসে প্রাকৃতিক এই দূর্যোগের কারণে ব্লাষ্টার রোগ দেখা দিয়েছে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌর সভার বিভিন্ন এলাকায় উপ-সহকারি কৃষি অফিসারগণের তদারকি অব্যাহত রয়েছে। তাদের মতে ৪ হতে ৫ হেক্টর জমির ব্রি-২৮ ধান ক্ষেত ব্লাষ্টার রোগে আক্রান্ত হয়ে পড়েছে। বেলকা ইউনিয়নের উপ-সহকারি কৃষি অফিসার মোখলেছুর রহমান জানান-ছত্রাকজনিত কারণে এই ব্লাষ্টার রোগের প্রাদুর্ভাব উপজেলায় ছড়িয়ে পড়ার সঙ্গে-সঙ্গে সকল উপ-সহকারি কৃষি অফিসারগণ মাঠে-মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ প্রদানসহ কীটনাশক প্রয়োগে দ্রুত ব্যবস্থা নেয়ায় আক্রান্তের পরিমাণ অনেকটাই কম। যে সব ক্ষেত ব্লাষ্টার রোগে আক্রান্ত হয়ে পড়েছে ওই সব ক্ষেতের ফলন অনেক কম হবে। দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের হাফিজুর রহমান জানান-আমার ৫ বিঘা জমির ব্রি-২৮ ধান ক্ষেতে ব্লাষ্টার রোগে আক্রান্ত হয়ে পড়েছে। আমি ইতিমধ্যে ১ বিঘা জমির আক্রান্ত ব্রি-২৮ ধান কেটেছি। এতে ধান পেয়েছি মাত্র ৪ মণ। গত বছর ওই জমিতে ধান পেয়েছিলাম ১৪ মণ। ৫ বিঘা জমিতে আমার লোকসান গুণতে হবে ৫০ মণ ধান। যার বাজার দর হবে ৪০ হাজার টাকা। তিনি আরও বলেন-কৃষি অফিসারের পরামর্শ মোতাবেক কীটনাশক প্রয়োগ করেও কোন ফল হচ্ছে না। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম জানান-প্রাকৃতিক দূর্যোগ ও বৈরী আবহাওয়ার কারণে সাধারণ ব্লাষ্টার রোগে প্রাদুর্ভাব দেখা দেয়। ফসল কেটে ঘরে তোলার মহুর্তে ছত্রাকজনিত এই রোগ ধান ক্ষেতকে বেশী আক্রান্ত করে। এ উপজেলায় ব্লাষ্টার রোগ তেমন প্রভাব ফেলতে পারেনি। যে সব ক্ষেত আক্রান্ত হয়েছে সে সব ক্ষেতের ফলন তুলনামূলকভাবে কম হবে। আমাদের উপ-সহকারি কৃষি অফিসারগণ দিন-রাত পরিশ্রম করে কৃষকদের পরামর্শ দিয়ে ব্লাষ্টার রোগের প্রতিষেধক প্রয়োগের মধ্য দিয়ে ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে এনেছে।