গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সদর উপজেলার দারিয়াপুরে আজ ২রা বৈশাখ গান আর নৃত্যে মাতিয়ে দিলেন দারিয়াপুর জয়নাল আবেদীন প্রিপারেটরী স্কুলের শিক্ষার্থীরা।
শনিবার সকালে তাদের মন মতানো গানের মধ্যদিয়ে ২রা বৈশাখকে বরণ করা হয়।
মহুর্তেই তাদের গানের কন্ঠে দর্শক সারি কানায় কানায় ভরে ওঠে। উৎফুল্ল হয়ে ওঠে শিল্পী ও কলা-কৌশলীদের মন।
এর মাঝেই আসে ৪র্থ শ্রেণির ছাত্রী সিন্থিয়ার নৃত্য। সিন্থিয়ার নৃত্যে দর্শক সারি করতালিতে মুখরিত হঠে। অনেকেই নৃত্যের তালে তালে দর্শক সারিতে দুলতে থাকেন। কেউবা আবার আনন্দ উল্লাসে ফেটে পরেন দর্শক সারিতেই।
তারপরেই শুরু হয় আরেক শিক্ষার্থী সেঁজুথীর নৃত্য। তার নৃত্যের গানের কলি সে আমার মন কেড়েছে, প্রেমেরি বান মেরেছে…….।
এছাড়া যারা দলীয় সংগীতে দর্শক সারিকে মাতিয়ে তোলেন তারা হলেন, রোমেল, শিলা, ঋতু, আঁখি, সিন্থিয়া, অর্ণব, মিম, রিমা, আইরিন, সেঁজুথী, তিষা, সুস্মিতা, নাবিলা ও মায়িশা।