গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাপ -দাদার জমি ফেরতসহ খুনীদের বিচারের দদাবীতে আবারো সাঁওতালরা আজ সোমবার দুপুর ১২টায় মাদারপুর ও জয়পুর গ্রামের শত শত সাঁওতালরা হাতে তীরধনুক,লাঠি,দা,বটী সহ ব্যানার ফেস্টুন নিয়ে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষুখামার এলাকার বিভিন্ন সড়কসহ গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে বিক্ষোভ মিছিল করে।
মিছিলে তাদের শ্লোগান ছিল বাপ দাদার জমি ফেরত দিতে হবে। সেই সাথে খুনিদের গ্রেফতারসহ ফাসিঁর দাবী জানায়। অন্যথায় তারা আবারো কঠিন থেকে কঠোর কর্মসূচী দিবে বলে হুশিয়ারী করে শ্লোগান দেয়। এসময় প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন।