খরববাড়ি ডেস্কঃ পহেলা বৈশাখ ১৪২৪ বাংলা নববর্ষ যথাযথ ভাবে উদ্যাপনে পলাশবাড়ী উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। এ উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর আকতার বানু শিফন, থানা অফিসার ইনচার্জ মাহামুদুল আলম,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সহ-সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকসহ নানা সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।