পুরো বাংলাদেশের মত বর্ষবরণে মজেছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। বাংলা পঞ্জিকায় ১৪২৪ সালের আগমনে নিজেদের রাঙ্গিয়ে তুলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমানসহ আরও অনেকে।
বৈশাখ উদযাপন করতে গিয়ে নিজের টুইটারে ছবি পোস্ট করেছেন মুশফিকুর। লাল পাঞ্জাবি পড়ে বগুড়ায় ভক্তদের সাথে নববর্ষ উদযাপন করেন তিনি। সেই উদযাপনের ছবি পোস্ট করেন মুশি। পাশাপাশি স্ট্যাটাস দিয়ে মুশফিকুর লিখেছেন, ‘নতুন রঙ দিয়ে নিজেদের মন এবং দুনিয়াকে মাখানোর প্রত্যাশায় শুরু করা যাক আরেকটি বছর, গ্লানি দূর হওয়ার প্রেরণায় সবাইকে জানাই শুভ নববর্ষ।’
বৈশাখের উৎসবে মেতেছেন মাহমুদুল্লাহও। বাঙালীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মাহমুদুল্লাহ নিজের ভেরিফাইড একাউন্টে স্ট্যাটাস দিয়েছেন, ‘নববর্ষে নবরূপ রাঙ্গিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন হার্ড-হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানও। বেগুনি রং-এর মিশ্রনের পাঞ্জাবি পরে নিজের ছবি ফেসবুকে দিয়েছেন সাব্বির।
বর্ষবরণ উদযাপনে বেশি ব্যস্ততাই দেখিয়েছেন ওপেনার সৌম্য সরকার। মাথায় গামছা পেচিয়ে ছোট ঢোল বাজানোর ভঙ্গি ও খাওয়া-দাওয়ার ছবিও দিয়েছেন তিনি।সূত্র- বাসস