প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বন্যা দুর্গত হাওড় এলাকা স্বচক্ষে পরিদর্শনে এখানে এসেছেন।
প্রধানমন্ত্রী শাল্লা উপজেলা সদরের শাহেদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।
তিনি এখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং পরিস্থিতি উত্তরণে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেবেন।
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
আগাম বৃষ্টিপাতের কারণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ জনপদ পানিতে তলিয়ে গিয়ে বোরো ফসল তোলার মাত্র কয়েকদিন আগেই ফসলের ব্যাপক ক্ষতি করেছে এবং হাজারো কৃষকের জীবন-জীবিকা ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।
সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা এবং ব্রাক্ষণবাড়িয়া জেলার অধিকাংশ এলাকাই বন্যার কবলে পড়েছে।সূত্র- বাসস