গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামী যুবলীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদ চত্বরে উদাখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আজ ১০ এপ্রিল সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।
উদাখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহীন মিয়ার সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সিভিল সার্জন আমির আলী, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, উদাখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মাহদী মাসুদ পলাশ, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে বিভিন্ন রোগের প্যাথলজিক্যাল পরীক্ষা, চিকিৎসা ও ঔষধ প্রদান করেন।
অপরদিকে ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া ফুলছড়ি উপজেলার উদাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪০ লক্ষ ৫৮ হাজার ৬৫৫ টাকা ব্যয়ে নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উপজেলা প্রকৌশলী একেএম আখতারুল আহসান, উপ-সহকারী প্রকৌশলী এমদাদুল হক মোল্লা, বিশিষ্ট ঠিকাদার কামরুল হাসান পারভেজ রোমান প্রমুখ।