গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ বাংলাদেশের সমাজতান্ত্রিকদল বাসদের কেন্দ্রীয় নেতা গণতান্ত্রিক বামমোর্চা ও বাসদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহবায়ক বিশিষ্ট সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক বলেন, প্রায়ত বাসদ েেকন্দ্রীয় সভাপতি কমরেড আব্দুল মতিন তালুকদার এমন একটি সমাজ ব্যবস্থা চেয়েছিলেন, যে সমাজ ব্যবস্থায় অন্যায় থাকবে না, বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, শোষনমূক্ত সমাজ ব্যবস্থা। তার আর্দশ বাস্তবায়নে গণতান্ত্রিক বাম আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরাম কার্যালয়ে প্রায়ত বাসদ কেন্দ্রীয় আহবায়ক, গণতান্ত্রিক বামমোচা ও তেল,গ্যাস,বিদ্র্যুৎ,বন্দর সম্পদ রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় নেতা গোবিন্দগঞ্জের কৃতিসন্তান মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড আব্দুল মতিন তালুকদারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় সভাপতির বক্তব্যে কমরেড রফিকুল ইসলাম রফিক উপরোক্ত কথা গুলো বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা মোস্তাফিজুর রহমান, সাংবাদিক প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহ আলম সরকার সাজু, নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন আকন্দ, রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, জাতীয় সাংবাদিক সংস্থার সম্পাদক আঃ খালেক মন্ডল, বাসদ সম্পাদক কালা মানিক দেব, সাংবাদিক তারাজুল ইসলাম , নূর আলম আকন্দ, মোস্তাফিজুর রহমান, সাইদুল ইসলাম ও বাসদ নেত্রী শিখা রানী দত্ত প্রমূখ।