গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা ও উপজেলা প্রশাসন, গণ উন্নয়ন কেন্দ্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক- সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহ পৃথক পৃথক ভাবে কর্মসূচী পালন করেন। জাতীয় সংসদ সদস্য ও হুইপ মাহবুব আরা বেগম গিনি’র নেতৃত্বে জেলা প্রশাসনের আয়োজনে ‘এসো হে বৈশাখ এসো-এসো’ শুভ-বাংলা নববর্ষ বরণের শুভেচ্ছা ব্যানার নিয়ে বাঙালীর হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তুলে বাহারি সাজে-বাহারি ঢঙ্গে মঙ্গল শোভাযাত্রাটি স্বাধীনতা স্কোয়ার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্বাধীনতা স্কোয়ারে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য ও হুইপ মাহবুব আরা বেগম গিনি, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আব্দুস সালাম ও পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। স্বাধীনতা স্কোয়ার প্রাঙ্গণে ১৪২৪ বাংলা নববর্ষ এসো হে বৈশাখ-এসো এসো স্বাগত জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।