খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ ভাবে বালু উত্তোলনকালে হায়দার আলী (৪৫) নামের এক ব্যক্তিকে ৫দিনের বিনাশ্রম সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান হরিনাবাড়ী পুলিশ ফাঁড়ির এএসআই সবুজ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পবনাপুর ইউপি’র ভেগীর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় হায়দারকে হাতে-নাতে আটক করেন।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদুর রহমানের আদালতে তাকে হাজির করা হলে আদালত হায়দারকে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ৪ খ অপরাধ ১৫(১) ধারা অনুযায়ী ৫ দিনের বিনাশ্রম সাজা প্রদান করেন। হায়দার আলী উপজেলার বরিশাল ইউপি’র সাবদিন গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।