“জনসেবায় প্রশাসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শনিবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ভুমি অফিসের আয়োজনে পালিত হয়েছে ভুমি সেবা সপ্তাহ।
সেবা সপ্তাহ উপলক্ষে সকাল ১০ টায় পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুর রহমানের নেতৃত্বে একটি বিশাল র্যালি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর প্রধান,জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান ছাড়াও সাংবাদিক, নানা সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।