গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রোববার রাত সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে এলাকাবাসি। অবরোধের ফলে ওই সময় মহাসড়কের উভয় পাশে দুরপাল্ল¬াসহ আন্তঃজেলা বাস-ট্রাক ও বিভিন্ন যানবাহন আটকা পড়ায় যাত্রীরা দুর্ভোগের শিকার হয়।
কোমরপুর এলাকাবাসিরা জানান, গত তিনদিন যাবৎ গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের কোমরপুর ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এব্যাপারে স্থানীয় বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীকে একাধিকবার জানিয়েও বিদ্যুৎ না পাওয়ায় এলাকাবাসি ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান অবরোধকারীদের সাথে কথা বলে বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসি অবরোধ তুলে নেয়।