1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা পলাশবাড়ী‌তে পূর্বশত্রুতার জে‌রে পুকুরে বিষ প্রয়োগ ক‌রে দুই লাখ টাকার মাছ নিধন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর গাড়ি থেকে ৩৭ লাখ টাকা উদ্ধার অনুপ্রবেশকারী ও সুবিধাভোগীদের বিএনপিতে স্থান হবে না গাইবান্ধায় ইফতার মাহফিলে- আনিসুজ্জামান বাবু মাগুরার সেই শিশুর মৃত্যুতে গাইবান্ধার দারিয়াপুরে শোক ও প্রতিবাদ সমাবেশ পলাশবাড়ীতে জিয়া পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিল গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উদযাপন পলাশবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে ৭২টি ওয়ার্ডে একযোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা-নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীদের মশাল মিছিল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার প্রধান উপদেষ্টার

দুরন্ত মেসি, ছুটছে বার্সাও

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

মাদ্রিদ জয়ের পর এ বার ঘরের মাঠ কাম্প ন্যু-তে ওসাসুনাকে উড়িয়ে দিল বার্সেলোনা। ম্যাচের ফল ৭-১। জোড়া গোল লিওনেল মেসি এবং আন্দ্রে গোমেজ, পাকো আলকাসার-এর। বার্সেলোনার বাকি গোলদাতা হলেন হাভিয়ার মাসচেরানো।

ওসাসুনাকে হারিয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রইল বার্সেলোনা। দ্বিতীয় রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে তিন পয়েন্টে। মেসিদের চেয়ে দু’ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের পয়েন্ট ৭৫।

প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ২-০। দ্বিতীয়ার্ধের শুরুতে ওসাসুনার হয়ে ব্যবধান কমান রবার্তো তোরেস। আশা করা গিয়েছিল দ্বিতীয়ার্ধে বার্সেলোনার বিরুদ্ধে পাল্টা আক্রমণে আসবে ওসাসুনা। কিন্তু ওসাসুনা সমর্থকদের সেই আশা নিরাশায় পরিণয় হয় শেষ পর্যন্ত।

রবিবার রাতে সান্তিয়াগো বের্নাবাউ-তে রিয়ালের ঘরের মাঠে যে বিধ্বংসী মেজাজে রোনাল্ডোদের হারিয়ে ম্যাচ শেষ করেছিলেন, নিজেদের মাঠে এ দিন যেন সেখান থেকেই শুরু করেছিলেন। সমর্থকরাও ‘মেসি ৫০০’ লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছিলেন স্টেডিয়ামে। মঙ্গলবারই বার্সেলোনা কোচ লুইস এনরিকে বলেছিলেন, রিয়ালকে হারিয়ে নতুন ভাবে উজ্জ্বীবিত হয়েছে তাঁর দল। এ দিন ওসাসুনার বিরুদ্ধে দেখা গেল তার বহিঃপ্রকাশ। এ বারের লা লিগায় নিচের সারির দলগুলোর কাছে পয়েন্ট নষ্ট করে নিজেদের সমস্যা বাড়িয়েছিলেন মেসিরা। কিন্তু রিয়াল বধের পর সেই রোগ সেরে গিয়েছে মেসিদের।

বার্সা কোচ এ দিন দলও অনেকটা বদলে দিয়েছিলেন।  রিয়ালের বিরুদ্ধে যে প্রথম একাদশ তিনি নামিয়েছিলেন সেই দলের সের্জি রবার্তো, উমতিতি, ইনিয়েস্তা, লুইস সুয়ারেজ, জোর্ডি আলবা-দের এ দিন বিশ্রাম দিয়েছিলেন এনরিকে। বদলে তিনি শুরু থেকেই ওসাসুনার বিরুদ্ধে নামিয়ে দিয়েছিলেন মাসচেরানো, লুকাস ডিগনে, ডেনিস সুয়ারেজ, আন্দ্রে গোমেজ এবং আর্দ্রা তুরান-কে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে বার্সেলোনা। ম্যাচের ১২ মিনিটের মাথায় দুর্দান্ত প্রতি-আক্রমণে মেসির গোলেই এগিয়ে যায় কাতালান-রা। এর কিছু পরেই বার্সার হয়ে দ্বিতীয় গোল করে যান আন্দ্রে গোমেজ। যে গোলের পিছনে র‌্যাকিটিচ-এর অবদান অনেকটাই। দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ার কিছু পরেই ফের গোল করে বার্সেলোনার হয়ে ব্যবধান বাড়ান গোমেজ। আর এই বার্সেলোনার এঅই গোলের পরেই পুরোপুরি ভেঙে পড়ে ওসাসুনার যাবতীয় প্রতিরোধ।

কিছু পরেই ৪-১ করে যান মেসি। দুই সতীর্থকে জোড়া গোল করতে দেখে দু’গোল করলেন পাকো আলকাজারও। যার মাঝে রয়েছে পেনাল্টি থেকে মাসচেরানোর করা গোল। ওসাসুনা বক্সে বল নিয়ে ঢোকার সময় ডেনিস সুয়ারেজকে অবৈধ ভাবে আটকেছিলেন  ডিফেন্ডাররা। রেফারি পেনাল্টি দিলে ওসাসুনা গোলকিপার সিরিগু-কে পরাস্ত করে সাত বছরে প্রথম গোল করেন মাসচেরানোও। আনন্দবাজার

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft