গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার দুপুরে এ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ মোড় নামক স্থানে দু’টি ভ্যানে অভিনব কায়দায় ১১০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করেছে।
গোবিন্দগঞ্জ থানার ও সি তদন্ত নাজমুল আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে একদল সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে এবং মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে থানার অফিসার ইনচার্জ ও সি মজিবুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার সাদোয়া গ্রামের সাহেব মিয়ার পুত্র আনারুল (২৫), কাশিগাড়ী গ্রামের বাবু মিয়ার পুত্র নজরুল ইসলাম (২১), বিন্নাগাড়ী গ্রামের খাজা মিয়ার পুত্র শফিকুল ইসলাম (২৪) প্রমূখ।