গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক ব্যাক্তি বিদ্যুৎ পিষ্ট হয়ে ১জন মারা গেছে। গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের দক্ষিন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, গতকাল রবিবার বিকাল ৪ টার দিকে ওই গ্রামের হবিবর রহমানের পুত্র আব্দুল মোমিন মিয়া (৩০) তার ঘরের উপর পল্লী বিদ্যুতের তার ছিড়ে পড়ায় অসাবধান বসত ওই তারের সাথে জড়িয়ে পড়ে গুরুত্বর ভাবে অগ্নিদুগ্ধ হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছেন।