গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বুধবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন তথ্য কমিশনার নেপেল চন্দ্র সরকার।
প্রশিক্ষণে এসময় উপস্থিত আছেন সহকারী কমিশনার (ভূমি) রাফিউল আলম, থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, উপজেলা প্রকৌশলী সুজন কুমার, টিআইসি ডা.মজিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকারসহ কলেজ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক প্রতিনিধিগণ ছাড়াও উপজেলার সাংবাদিক প্রতিনিধিগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।