গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের
মঙ্গলবার ১৮ এপ্রিল উপজেলা টাউন হলরুমে অনুষ্ঠিত জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য উপজেলা আওয়ামীলীগ সভাপতি জননেতা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার, জেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাবেক (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা প্যানেল চেয়ারম্যান আক্তারা বেগম রুপা, থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমানপিপিএম, উপজেলা আওয়ামীলীগর সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, যুগ্ম সাধারন সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, আওয়ামীলীগ নেতা তৌহিদুল ইসলাম প্রধান শাহীন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক হামিদুল ইসলাম অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউল আলম।