গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া গ্রামের মৃত কাফি মিয়ার বাড়ীতে গত সোমবার রাত আনুমানিক ২টার দিকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে পার্শ্ববর্তী বাড়ীর লোকজন তার ছেলে আনিছুর রহমানের স্ত্রী শ্যামলীকে আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও অন্য ঘরে থাকা কাফি মিয়ার স্ত্রী রাহেলা বেওয়ার আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়।
এ মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা আলহাজ্ব মোহাম্মদ হোসেন ফকু, গোবিন্দগঞ্জ সমিতির সিনিয়র সহ-সভাপতি ও সুদিনেরর্বাতার সম্পাদক শাহরিয়ার খসরু লাবলু, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, উপজেলা যুবলীগ সভাপতি তাহেদুল ইসলাম রকেট, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির হাসান রচি প্রমুখ। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও থানার এস আই রাজেন্দ্র।