গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রীজ সংলগ্ন স্মৃতিসৌধ পরিদর্শন করলেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি শনিবার সকাল সোয়া ১১টার দিকে এই স্মৃতিসৌধ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সেনাবাহিনীর প্রধান স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে সংপ্তি মতবিনিময় করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান জানান, এসময় সফরসঙ্গী হিসেবে তার সাথে ছিলেন, নোবাহিনীর প্রধানের স্ত্রী মাধুরিকা রাওয়াত, মেজর জেনারেল অলক রাজ ও ব্রিগেডিয়ার সুহী।
তিনি আরো জানান, সেখানে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় শেষে সেনাপ্রধান বিপিন রাওয়াত হেলিকপ্টার যোগে বগুড়া সেনানিবাসের উদ্দেশ্যে রওন দেন।
ভারতীয় সেনা প্রধানের আগমন উপলে স্মৃতিসৌধ এলাকায় র্যাব ও পুলিশসহ চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই এলাকায় রিক্সাভ্যান ও মোটরসাইকেল চলাচল বন্ধের পাশাপাশি সকল সংবাদকর্মীদের প্রবেশ নিষেধাক্কা ছিল।