গাইবান্ধা প্রতিনিধিঃ দর্শক নন্দিত মাইটিভির ৮ম বর্ষে পদার্পন অনুষ্ঠান পালন করা হয় গাইবান্ধায়। গণ উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে কর্মসূচি পালন করা হয় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে।
গাইবান্ধা টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার প্রধান অতিথি থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এসময় আলোচনা অনুষ্ঠানে জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভির সাফল্য কামনা করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দেশ বরণ্যে উন্নয়ন সংগঠক ও কমিউনিটি পুলিশিং রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক এম. আবদুস্্ সালাম, জিইউকের নির্বাহী কমিটির সদস্য সচিব শামীমা মাহমুদা ইয়াসমিন, জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন।
এসময় প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রতিনিধি আফতাব হোসেনের মূখে কেক তুলে মাই টিভির সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।