গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে সোমবার সিভিল সার্জনের সম্মেলন কক্ষে দিনব্যাপী এক অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ আমির আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপপরিচালক ডাঃ নুরুজ্জামান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ এবিএম আবু হানিফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রংপুর বিভাগীয় প্রতিনিধি ডাঃ জোবায়ের আল মামুন প্রমুখ। কর্মশালায় বিশ্ব টিকাদান সপ্তাহের প্রতিপাদ্য ‘টিকা শিশুর জীবন বাঁচায়’ শীর্ষক আলোচনায় উল্লেখ করা হয় সময়মত টিকা দিয়ে মারাতœক ১০টি সংক্রামক রোগ থেকে শিশুর জীবন রক্ষা করা সম্ভব। অনুষ্ঠানে ভিডিও চিত্রের মাধ্যমে টিকাদান কর্মসুচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। কর্মশালায় চিকিৎসক, স¦াস্থ্য কর্মী জনপ্রতিনিধি, ইমাম শিক্ষক, এনজিও কর্মীসহ ৫০ জন অংশ নেয়।