গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় গত শনিবার বিকেলে বয়ে যাওয়া প্রবল কাল বৈশাখী ঝড়ে সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর ও গাইবান্ধা সদর উপজেলার প্রায় ২ হাজার ঘরবাড়ি, অসংখ্য গাছপালা, পানের বরজ এবং বোরো ধানসহ অন্যান্য উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রশাসন ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, সুন্দরগঞ্জে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভার কমপক্ষে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান, ৬০০ ঘর-বাড়ি, অসংখ্য গাছপালা, ২০টি মসজিদ-মন্দির, অসংখ্য বৈদ্যুতিক তার, কিছু সংখ্যক খুঁটি, সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ইউএনও গোলাম কিবরিয়া ক্ষতির কথা স্বীকার করে জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তা দানের পরিকল্পনা করা হচ্ছে।
এছাড়া সাদুল্যাপুর উপজেলার ইউএনও মো. আহসান হাবীব জানান, তার উপজেলার নলডাঙ্গা, কামারপাড়া, দামোদরপুর ও জামালপুর ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ৫শ’-৬শ’ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। গাছপালা ও কৃষি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়। এদিকে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা, কামারজানি, খোলাহাটি, লক্ষ্মীপুর ইউনিয়নে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ভারপ্রাপ্ত জেলা ত্রাণ কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, কামারজানি ও লক্ষ্মীপুরে ৩ শতাধিক ঘরবাড়ি, আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা জেলার সামগ্রিক ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।