গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানকে গণসংবর্ধনা দিয়েছে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের জনগণ।
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ চত্ত্বরে গণসংবর্ধনার আলোচনা অনুষ্ঠানে কামালেরপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার, সংরক্ষিত সদস্য লুদলিমা পারভীন ছন্দা, সাখাওয়াত হোসেন, শুকুর আলী ফিরোজ, মোহাম্মদ শামসুজ্জোহা, খন্দকার জাহাঙ্গীর আলম।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে গাইবান্ধা জেলাকে দেশের প্রথম ডিজিটাল জেলায় রুপান্তিত করার পরিকল্পনার কথাও জানান এবং ইতোমধ্যে জেলা পরিষদের নেয়া পদক্ষেপগুলোও তুলে ধরেন।