ডোপ কেলেঙ্কারির পর টেনিস কোর্টে ফিরেই দুর্বার গতিতে ছুটে চলেছেন রাশিয়ার হার্টথ্রব তারকা মারিয়া শারাপোভা। স্টুটগার্ট টেনিস ওপেনে পরপর দু’টি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছেন অবাছাই শারাপোভা।
টুর্নামেন্টের শেষ ৩২ দিয়ে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো কোর্টে ফিরেন শারাপোভা। শেষ ৩২-এ অবাছাই ইতালির রর্বাটো ভিন্সিকে ৭-৫ ও ৬-৩ গেমে হারিয়েছিলেন তিনি। ঐ ম্যাচ জিতে শেষ ১৬-তে নিজের নাম লেখান শারাপোভা।
সেখানে শারাপোভার প্রতিপক্ষ ছিলো তারই স্বদেশী একাতেরিনা মাকারোভা। স্বদেশীর বিপক্ষেও নিজের সেরা খেলাটাই খেলেছেন তিনি। ৭-৫ ও ৬-১ গেমে জয় পান শারাপোভা। এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিটও পেয়েছেন তিনি। সেই সাথে প্রমান করেছেন, দীর্ঘদিন কোর্টের বাইরে থাকলেও খেলায় নেশাতেই মত্ত ছিলেন শারাপোভা।
শেষ আটের টিকিট পেয়ে এমনই বললেন শারাপোভা, ‘প্রথম ম্যাচটি আমার জন্য অনেক বেশি কঠিনই ছিলো। তবে দ্বিতীয় ম্যাচের জন্য অপেক্ষায় ছিলাম। কারন এ ম্যাচে নিজেকে অনেক পরীক্ষা করেছি আমি। সেই পরীক্ষায় আমি উৎরে গেছি এবং বুঝতে পারলাম খেলার জন্য পুরো ফিট আমি। আশা করি, সামনেও ভালো খেলতে পারবো।সূত্র- বাসস