আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জয়লাভ করে বিএনপি-জামায়াতকে চিরস্থায়ীভাবে পরাজিত করা হবে।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জয়লাভ করে বিএনপি-জামায়াতকে চিরস্থায়ীভাবে পরাজিত করা হবে।’
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির জয়কে ক্ষণস্থায়ী হিসেবে উল্লেখ করে নাসিম বলেন, ‘এ নির্বাচন আসল নির্বাচন নয়। আসল নির্বাচন হলো ২০১৯ সালের জাতীয় নির্বাচন।’
তিনি রোববার বিকেলে রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটর্নি জেনারেল এবং বার কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবে আলম এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও আওয়ামী লীগ নেতা ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু।
মোহাম্মদ নাসিম বলেন, জামায়াতকে নিষিদ্ধ করা সরকারের বিষয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন স্বাধীনতা বিরোধী শক্তি দাঁড়াতে পারবে না।
পৃথিবীতে কোন দেশ নেই যারা জঙ্গিবাদের পক্ষে কথা বলে উল্লেখ করে তিনি বলেন, হায়েনার দল দেশে বসে নেই। আর সেজন্যই দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে।
বিএনপি-জামায়াতের শক্তি কম নয় উল্লেখ করে তিনি বলেন, জ্বালাও-পোড়াও করে গত জাতীয় নির্বাচন তারা বন্ধ করতে পারে নি। আবার তারা তৎপর হয়েছে।
নাসিম বলেন, দেশে সামনে একটি চূড়ান্ত লড়াই অপেক্ষা করছে। আর দেশের জনগণের রায় নিয়ে চূড়ান্ত এ লড়াইয়ে বিজয়ী হতে হবে।
মাহবুবে আলম বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি অতীতের মতো গণতন্ত্র ও ভারত বিরোধীতার নামে মাঠ গরম করার চেষ্ঠা করছে।
তিনি বলেন, তাই শুধু সমালোচনার জন্য সমালোচনা না করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের উচিত সরকারকে সহায়তা করা এবং প্রতিক্রিয়াশীলদের সম্পূর্ণভাবে বর্জন করা।
শাহরিয়ার কবির বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ পেতে চাইলে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় আনতে হবে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিরোধে ইউরোপে যেমন হলোকাস্ট ডিনাইল আইন রয়েছে তেমনি বাংলাদেশেও এ ধরনের আইন করতে হবে।
সূত্র: বাসস