ত্বক সুন্দর রাখতে অনেক কিছুই আমরা মাখি। বাজার থেকে প্রডাক্ত কেনার সময় শুধু কোন স্কিন টাইপের জন্য, আর দাম কত, তার বাইরে আর কিছু দেখি কি? কিনে ফেলি। এরপর যেই প্রডাক্ট ব্যবহার করে ভাল ফল সেটাই বার বার কিনতে থাকি। কেন বলুন তো কোনও প্রডাক্ট আমাদের ত্বকে ভাল কাজ করে, আর কোনওটা করে না? বুঝতে হলে আপনাকে পড়তে হবে প্যাকেজেরপ পিছনে থাকা উপাদানের তালিকা। জেনে নিন কোন কোন উপাদান ত্বকে জন্য প্রয়োজনীয়। তারপর আপনার ত্বক অনুযায়ী যেটা জরুরি কিনে নিন সেই উপাদান সমৃদ্ধ প্রডাক্ট।
কোলাজেন: এই প্রোটিন ত্বক টাইট রাখতে সাহায্য করে। কোলাজেন ত্বকের যৌবন ধরে রাখতে পারে।
কোলাজেন যুক্ত বিউটি প্রডাক্ট ত্বকের বলিরেখা রুখে দেয়।
ইলাসটিন: কোলাজেনের মতোই ত্বকের আরেকটি গুরুত্বপূর্ণ প্রোটিন কোলাজেন।
এই প্রোটিন থাকার কারণেই ত্বক নিজের আকৃতি ধরে রাখতে পারে। শৈশবে ও বয়ঃসন্ধির শুরুতে ত্বকে এই ইলাসটিনের মাত্রা সবচেয়ে বেশি থাকে।
তারপর থেকে ধীরে ধীরে কমতে থাকে। ইলাসটিন যুক্ত বিউটি প্রডাক্ট ত্বকের ইলাসটিসিটি বজায় রাখতে সাহায্য করে।
হায়ালিউরোনিক অ্যাসিড: ত্বকে কোলাজেন কমে গেলে বলিরেখা দেখা দেয় ও কালচে ভাব আসে।
হায়ালিউরোনিক অ্যাসিড কোলাজেনের মাত্রা বাড়িয়ে ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে।
গ্লাইকোলিক অ্যাসিড: কেন সুগার থেকে পাওয়া এই অ্যাসিডের অণুর মাপ এএইচএ গ্রুপের মধ্যে সবচেয়ে ছোট।
যার ফলে এই অ্যাসিড ত্বকের গভীরে পৌঁছে ভিতর থেকে অ্যাকনে, ব্ল্যাকহেডস, তৈলাক্ত ভাব দূর করে।
স্যালিসাইক্লিক অ্যাসিড: স্যালিসাইক্লিক অ্যাসিড লোশন সকলের জন্য নয়।কিন্তু সঠিক ভাবে ব্যবহার করতে পারলে অনেক উপকার পাওয়া যায়।
ত্বকের সবচেয়ে উপরের স্তর ফুলে উঠে নরম হয়ে উঠে যেতে সাহায্য করে এই অ্যাসিড। ফলে ত্বকের এক্সফোলিয়েশন হয়ে নরম ও উজ্জ্বল দেখায়
নিয়াসিনামাইড: ভিটামিন বি৩-এর এই উপাদান ত্বকের সেরামাইড ও ফ্রি ফ্যাটি অ্যাসিডের মাত্রা বাড়াতে সাহায্য করে।
যা ত্বকের ডারমিসে মাইক্রোসার্কুলেশন বাড়িয়ে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
অ্যাকনে কমিয়ে কালো ছোপ দূর করে।
রেটিনল: ত্বকে স্বাস্থ্যকর কোষ তৈরি করতে সাহায্য করে রেটিনল।
ত্বকে কোলাজেন ও গ্লাইকোসেমিনোগ্লাইক্যানের মাত্রা বাড়িতে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।
এএইচএ ও বিএইচএ: নর্মাল ও শুষ্ক ত্বকের জন্য প্রয়োজনীয় এএইচএ। যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে ও স্বাস্থ্যকর কোলাজেন ধরে রাখে।
নর্মাল ও তৈলাক্ত ত্বকের জন্য বিএইচএ। যা ত্বকের অ্যাকনে ও যে কোনও অস্তস্তি কমাতে সাহায্য করে।