বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও তার পরিবার সম্পর্কে বিএনপি’র কুরুচিপূর্ণ কটুক্তির প্রতিবাদে বুধবার একটি মিছিল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু, যুবলীনেতা রেজাউল করিম লালু, আবু মুসা সুমন, গোলাম মোস্তফা, মাজেদুর রহমান ও ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ ফরিদ প্রমুখ। বক্তারা যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও তার পরিবার সম্পর্কে বিএনপি’র কুরুচিপূর্ণ কটুক্তির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।