বিয়ে করলেন মডেল-অভিনেত্রী তাসনোভা এলভিন। পর্দায় নয়, বাস্তবেই। আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিকভাবে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে গতকাল তাঁর গায়ে হলুদ অনুষ্ঠিত হয়।
বিয়ের খবর নিশ্চিত করে সংবাদ মাধ্যম কে এলভিন জানান, তাঁর বর ফাহাদ রিয়াজি ঢাকায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
এলভিন আরো জানান, ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে হওয়ায় মিডিয়ার সহকর্মী, বন্ধু-বান্ধবদের দাওয়াত দিতে পারেননি তিনি। তবে খুব শিগগির ঢাকায় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করবেন।
২০১০ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নেন এলভিন। ছিলেন শীর্ষ ১৫-তে। সেই তিনি এখন দেশের প্রতিশ্রুতিশীল মডেল-অভিনেত্রীদের একজন।