পাবনায় বিশেষ অভিযান চালিয়ে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, শফিকুল ইসলাম (৩০) ও জিয়াউল করিম সুজন (৩২)।
পুলিশের দাবি, গ্রেফতারকৃত দুজন পুলিশ সদর দফতরের তালিকাভুক্ত জঙ্গি।
গ্রেফতার শফিকুলের বাড়ি পাবনা শহরের রাধানগর মক্তবপাড়ায় এবং জিয়াউলের বাড়ি নারায়ণপুর এলাকায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, তালিকাভুক্ত দুই জেএমবি সদস্য পাবনায় অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে পাবনা শহর, ঈশ্বরদীসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে শহরের রাধানগর এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। এ দুজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় ৩টি মামলা রয়েছে। এছাড়া ঝিনাইদহ ও শরীয়তপুর থানার কয়েকটি মামলায় দীর্ঘদিন কারাগারে ছিল তারা।