গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী কালীবাড়ী হাটের জলাবদ্ধতা, ড্রেনেজ সংস্কার, পয়ঃনিস্কাশনের জন্য গণশৌচাগার, নলকুপ স্থাপন, সেড নির্মাণ, নালা-নর্দমা পরিস্কার ও প্রবেশপথ গুলোর পানি নিস্কাশনের দাবীতে উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে গতকাল মঙ্গলবার কালীবাড়ী হাটে এক বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
হাট-বাজার সমিতির সভাপতি গোলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপরোক্ত দাবী সমূহ সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের জরুরী হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যথায় ব্যবসায়ীরা আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। ব্যবসায়ীরা ইতিমধ্যেই তাদের দাবী আদায়ের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন, হাট-বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু মুসা প্রধান সুমন, দপ্তর সম্পাদক মানিক মিয়া, চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিনু মন্ডল, ব্যবসায়ী ছামছুল ইসলাম, শাহ আলম, মকবুল হোসেন, এমদাদুল হক, আতোয়ার রহমান, খোরশেদ আলম, আরিফ মিয়া, আশরাফুল ও জয়নাল আবেদীন প্রমুখ। উত্তরাঞ্চলের বৃহত্তম এ হাটটিতে প্রতি বুধবার চামড়ার হাট, গরু-ছাগলের হাট বসার কারণে প্রতি বছর প্রায় দেড় কোটি টাকা করে ইজারা বন্দোবস্ত দেয়া হয়ে থাকে। এলাকাবাসী ও সাধারণ হাটুরে জনসাধারণ জানান, সামান্য বৃষ্টি বা বর্ষা হলে হাটের ভিতরে ময়লা-কাদা পানি জমে সকল দোকানী এবং ক্রেতা-বিক্রেতার চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়াও হাটের চারটি প্রবেশপথ দিয়ে পায়ে হেটে চলাচল দুঃস্বাধ্য হয়ে পড়ে। তাই অবিলম্বে এ অবস্থা নিরসনের লক্ষ্যে হাট-বাজার ব্যবসায়ী ও পলাশবাড়ীবাসী উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভাগের নিকট জোর দাবী জানান।