গাইবান্ধার পলাশবাড়ীতে পিতা-পুত্রসহ ৪ জুয়ারীকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলমের নির্দেশে থানার এসআই হাবিব-উল-বাহার ও তয়ন কুমারের নেতৃত্বে এএসআই ফজির, রুবেল ও জিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হোসেনপুর ইউনিয়নের ভুরারঘাট করিয়াআটা গ্রাম থেকে রোববার বিকেলে ৪ জুয়ারীকে জুয়া খেলার সময় হাতে-নাতে আটক করে। আটককৃতরা হলেন, সাজাপ্রাপ্তরা হলেন, গোবিন্দগঞ্জ উজেলার অভিরামপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের পুত্র ভোলা মিয়াকে (৭০), ভোলা মিয়ার পুত্র মানিক মিয়াকে (১৮), পলাশবাড়ী উপজেলার সদর ইউপি’র জামালপুর গ্রামের মৃত আব্দুল গণির পুত্র শহিদুল ইসলাম (৩৫) ও হোসেনপুর ইউপি’র মধ্যরামচন্দ্রপুর গ্রামের সোহরাব মিয়া পুত্র আব্দুল হালিম (২৫)। পরে আটককৃতদের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদুর রহমানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভোলাকে ২০ দিন, মানিককে ৪ দিন, শহিদুল ও হালিলকে ১৫ দনি বিনাশ্রম সাজা প্রদান করা হয়। তবে ভোলা মিয়ার কাছে থাকা ১৭ হাজার টাকা জব্দ করে সরকারি কোষাগারে রাখা হয়। আর জুয়া খেলার জব্দকৃত সরঞ্জমাদি ধবংশ করার জন্য রাখা হয়। সন্ধ্যায় সাজাপ্রাপ্তদের গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়।