গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় গণহত্যা দিবস উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার পালিত হয়। দিবসটি উপলক্ষে একটি র্যালী শহীদ মিনার চত্ত্বর হতে বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ (সিএনবি) সংলগ্ন শহীদ মিনার ও উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর বদ্ধভূতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ তোফাজ্জল সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর আকতার বানু শিফন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, মতলুবর রহমান নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭নং জেলা পরিষদ ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম বাবু, গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, আজাদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আলী রেজা মোস্তফা গোলাপ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, জাসদ সভাপতি সাংবাদিক নুরুজ্জামান প্রধান, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি শেখ শামছুজ্জোহা আহম্মেদ হিটু, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত ও গাইবান্ধা জেলা পিকআপ (যান্ত্রিক) পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মাদ সেলিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন। বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভা স্থানীয় চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয়।