গাইবান্ধার পলাশবাড়ীতে ৩১ পিস ইয়াবাস সোহেল শাহকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তী নড়াইল গ্রামের আব্দুস সামাদ শাহ’র পুত্র সোহেল শাহ। গোপন সংবাদের ভিত্তিতের থানার এসআই তয়ন কুমারের নেতৃত্বে এএসআই ফজির, এএসআই হামিদুল সঙ্গীয় ফোর্স ওই বাড়ীতে অভিযান চালায় এসময় সোহেল নিজ ঘরে বসে ইয়াবা সেবন করছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে ¯েপ্রসেন্ট ব্যবহার করে গন্ধ দূর করার চেষ্টা করে। পরে তার ঘর থেকে ৩১ পিস ইয়াবাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম জানান, গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী সোহেল পলাশাড়ী থানার জিআর ২৫/১৫ নং মামলার গ্রেফতারি পরোয়ানার আসামী। ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে শুক্রবার বিকেলে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।