মাত্র তিন হাজার টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে খুন হয়েছেন নাসির (৩০) নামে এক দোকানদার।
শুক্রবার (২৪ মার্চ) দিনগত রাত ১০টার দিকে নগরীর পাহাড়তলী থানার অলংকার শপিং কমপ্লেক্সে এ খুনের ঘটনা ঘটেছে।
নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) ফারুকুল হক জানান, তিন হাজার টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানদার নাসিরকে ছুরিকাঘাত করেন প্রতিবেশী ইসমাইল। গুরুতর আহত নাসিরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ইসমাইলকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।