গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে একটি নৈশ কোচ খাদে পড়ে শিশু ও নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।
শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া হাট সংলগ্ন ৪১ মাইল জুম্মার ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাকিল পরিবহরনের নৈশ কোচটি সৈয়দপুরে যাচ্ছিলো। গভীর রাতে বাসটি জুম্মারঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে। এতে ঘটনাস্থলে এক শিশু, এক নারীসহ চারজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়। আহত হন বাসে থাকা অন্তত ১২ জন।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পাশ্ববর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।