গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার বিকাল ৫টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের খলসী সেতু এলাকায় রড বোঝাই মাহেন্দ্র ট্রাকটর খাদে পড়ে গিয়ে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুর বাশার সাংবাদিকদের জানান, মাহেন্দ্র ট্রাকটর গোবিন্দগঞ্জ থেকে রড বোঝাই করে সাহেবগঞ্জ কাটায় যাওয়ার পথে খলসী সেতুতে গাড়ি কাটাকাটি করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা রডের নিচে পড়ে ১ জন নিহত হয়েছে ও ৩ জন আহত হয়েছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এক জনের অবস্হা অবনতি হলে তাৎনাত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।তবে তাৎনিক কারও পরিচয় জানা যায় নি বলে জানান ওসি আবুল বাশার।