গাইবান্ধার গোবিন্দগঞ্জে এস এম বি ব্রিকস্ হাওয়ায় ভাটার চিমনী ও ব্যাটারী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা শিবপুর ইউনিয়নের মালঞ্চা এলাকায় এ হাওয়ায় ভাটার উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ পৌর আওয়ামীলীগ নেতা ও এস এম বি ব্রিকস এর স্বাত্বাধীকারি মনোয়ার হোসেন।
এতে আমন্ত্রীত অতিথি ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের তথ্য গবেষণা সম্পাদক মোহাম্মাদ হোসেন ফকু,উপজেলা আওয়মীলীগ নেতা মুকিতুর রহমান রাফি,গাইবান্ধা চেম্বারের পরিচালক আতিকুর রহমান আতিক,পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন আকন্দ,সাধারন সম্পাদক শরিফুল ইসলাম তাজু,গোবিন্দগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ও ৯ নংওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা বাপ্পি,৬ নংওয়ার্ড কাউন্সিলর রিমন তালুকদার সহ বিশিষ্ট জনেরা। এস এম বি ব্রিকস এর স্বাত্বাধীকারি মনোয়ার হোসেন জানান প্রকৃতি ও পরিবেশের কথা চিন্তা করে ব্যয়বহুল পরিবেশ বন্ধব এই হাওয়ায় ভাটাটি নির্মিত হয়েছে। এভাটাটি চালু হলে এলাকার প্রায় শতাধিক মানুষের কর্মস্থানের সৃষ্টি হবে।