গাইবান্ধা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাচিত হওয়ায় গাইবান্ধার কৃর্তি সন্তান, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপিকে গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের উদ্দ্যোগে সংবর্ধনা আজ সোমবার বার এ্যাসোসিয়েশন চত্বরে এক অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বার এ্যসোসিয়েশন সভাপতি এ্যাড.ফারুকুল আহম্মেদ প্রিন্স।
এসময় অনুষ্ঠানে মাহবুব আরা বেগম গিনি এমপিকে ফুল দিয়ে বরণ করেন জেলা বার এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এ্যাড.আহছানুল করিম লাছু ও বারনেতৃবৃন্দু।
জেলা বার এ্যাসোসিয়েশনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি হুইপ মাহবুব আরা গিনি এমপি।
এসময় অনুষ্ঠানে বার এ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দু উপস্থিত ছিলেন।