গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর পালন করা হয় ।
আজ ১৭ মার্চ জাতির জনক সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিনে জেলা প্রশাসনের ঘোষিত কর্মসূচী বাস্তবায়নে সকালে একটি বিশাল র্র্যালী স্বাধীনতা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌরপার্ক চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে সকলে সমাবেত হয়।
জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মশরুকুর রহমান খালেদ বিপিএম,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ।
জাতীয় শিশু দিবসটি পালনে জেলার শহরে সকল স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দু এসময় উপস্থিত ছিলেন।