কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম মোল্লা (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ধারালো রামদা। পুলিশের দাবি- সে ডাকাত ছিল।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে দৌলতপুরের শেয়ালা-আদাবাড়ীয়া মোড়ে পাকা রাস্তার পাশে একটি মাঠে একদল ডাকাত নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে সেলিম মোল্লা নামের এক ডাকাত ও তিন পুলিশ সদস্য আহত হয়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ডাকাত সদস্যকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে গোয়েন্দা পুলিশ ২টি এলজি, ১ রাউন্ড বন্দুকের কার্তুজ, ২টি রামদা উদ্ধার করেছে।
নিহত সেলিম মোল্লা দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামের আলেক মোল্লার ছেলে।
কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহত ডাকাত সেলিম মোল্লার বিরুদ্ধে ২টি হত্যা মামলা, ডাকাতিসহ অন্তত ১ ডজন মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।