গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হান্নান বলেছেন, সাপ্তাহিক কাটাখালী পত্রিকা স্থানীয় ভাবে হাসিঁ কান্নার মূখপত্র হিসেবে প্রতিষ্টা লাভ করেছে। সমাজ পরিবর্তন তথা উন্নয়নের কথা যখন লিখনির মাধ্যমে আসে তখন এক শ্রেণীর মানুষ হাসে এবং সমাজ উপকৃত হয়, আবার যখন অন্যায়, অনাচার, শোষন বৈষম্য, দুর্নীতির কথা লিখেন তখন অন্য একটি মহল কান্নায় ও অশান্তিতে ভোগে। তিনি আগামীতে কাটাখালী পত্রিকা দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়ে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন।
শনিবার গোবিন্দগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক কাটাখালী পত্রিকার ১৬ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক বনার্ঢ শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান উপরোক্ত কথাগুলো বলেছেন।
এ উপলক্ষে সকাল ১১টায় শেষে বিরাট বনার্ঢ্য শোভা যাত্রা গোবিন্দগঞ্জ উপজেলা চত্বর সহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কাটাকাখী পত্রিকার প্রতিষ্টাতা সম্পাদক মোয়াজ্জেম হোসেন আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান পিপিএম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লা, এ্যাডঃ এপিপি মিজানুর রহমান মিজান, বাসদ আহবায়ক বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, জেএসডি সভাপতি আইয়ুব হোসেন, সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার সম্পাদক উত্তম কর্মকার, কাটাখালী পত্রিকার বগুড়া প্রতিনিধি নাসরিন আক্তার শিল্পী বেগম প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দৈনিক কালের খবর পত্রিকার গোবিন্দগঞ্জ প্রতিনিধি সাংবাদিক নূর আলম আকন্দ।